Technology

10 hours ago

Slow Wi-Fi: ওয়াই-ফাই ধীরগতির সমস্যায় ভোগছেন? জেনে নিন সম্ভাব্য কারণ ও সমাধান!

Wi-Fi
Wi-Fi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ভিডিও কল, অনলাইন ক্লাস, অফিসের মিটিং, স্ট্রিমিং, অনলাইন গেমিং — সবই আজ ওয়াই-ফাই নির্ভর। কিন্তু হঠাৎ করেই যদি ওয়াই-ফাইয়ের গতি কমে যায়, তাহলে তা বিরাট সমস্যার কারণ হতে পারে। অনেকেই এই সমস্যার সম্মুখীন হন, কিন্তু  ঠিক কী কারণে এমনটা হয়, তা জানেন না। বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই ধীরগতির পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম: 

১। রাউটার থেকে দূরত্ব: রাউটার থেকে যত দূরে যাবেন, সংযোগের গতি ততই কমতে থাকবে। দেওয়াল বা অন্যান্য অবকাঠামো সিগনাল ব্লক করে দেয়, ফলে গতি হ্রাস পায়। 

২। পুরনো বা দুর্বল হার্ডওয়্যার: পুরনো মডেলের রাউটার কিংবা ডিভাইস অনেক সময় আধুনিক স্পিড সাপোর্ট করতে পারে না। ফলে ধীরগতির সম্মুখীন হতে হয়।

৩। একাধিক ডিভাইস সংযুক্ত থাকা: একসঙ্গে অনেক ডিভাইস কানেক্ট থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। এতে করে প্রত্যেক ডিভাইসেই গতি কমে আসে। 

৪। নেটওয়ার্ক কনজেশন: ব্যস্ত সময়ে — যেমন সন্ধ্যা বা রাত ৮-১০টা — অনেক ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করলে গতি কমে যেতে পারে। 

৫। আউটডেটেড সফটওয়্যার বা ফার্মওয়্যার: রাউটারের সফটওয়্যার আপডেট না থাকলে কার্যকারিতা কমে যায়। 

সমাধানঃ 

১। রাউটার এমন জায়গায় বসান, যেখান থেকে পুরো ঘরে সিগনাল সহজে পৌঁছায়।

২। নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।

৩। পুরনো রাউটার থাকলে নতুন মডেলে পরিবর্তন করার কথা ভাবুন।

৪। প্রয়োজনে ওয়াই-ফাই রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন।

৫। অনেক ডিভাইস কানেক্টেড থাকলে কিছু সময়ের জন্য অপ্রয়োজনীয় ডিভাইসগুলোর সংযোগ বন্ধ রাখুন।

৬। প্রতিবেশীর নেটওয়ার্ক থেকে বাঁচতে ম্যানুয়ালি রাউটারের চ্যানেল পরিবর্তন করা যায়। আধুনিক রাউটারে এই বৈশিষ্ট রয়েছে।

৭। রাউটার যদি ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে তাহলে ৫GHz ব্যান্ডে স্যুইচ করা উচিত। এতে ভিড় কম এবং স্পিড বেশি পাওয়া যাবে।

You might also like!