লন্ডন, ১৮ সেপ্টেম্বর : ২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি । এরপর যতবারই চেলসি বায়ার্নের মুখোমুখি হয়েছে ততবারই হেরেছে । বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচেও চেলসিকে ৩-১ গোলে হারিয়ে এবারের লিগে শুভ সূচনা করল জার্মান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে আত্মঘাতীতে l চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়িয়ে এগিয়ে দেন বাভারিয়ানদের। কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। চেলসির মিডফিল্ডার কাইসেদো নিজেদের বক্সে কেইনকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রায়ান মিউনিখ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কেইন। তবে ২৯ মিনিটে পালমার চেলসির হয়ে এক গোল শোধ দিলে ম্যাচ জমে ওঠে। তবে দ্বিতীয় হাফে বায়ার্নের কাছে কোনও পাত্তাই পায়নি বর্তমান ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
৬৩ মিনিটে আবারও দ্বিতীয় ও বায়ার্নের তৃতীয় গোল এনে দেন কেইন। এই গোলে নতুন এক কীর্তিও গড়েছেন কেইন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে দুটি ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করলেন কেইন।