Game

1 hour ago

Jacob Bethell’s record: টস করতে নেমেই শতাব্দীর রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল

Jacob Bethell is set to captain England for the first time
Jacob Bethell is set to captain England for the first time

 

ডাবলিন, ১৮ সেপ্টেম্বর : তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টস করতে নেমেই শতাব্দীর রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। বুধবার ইংলিশদের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে টস করেছেন তিনি। এর আগে ১৮৮৯ সালে মন্টি বোডেন ২৩ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। ডাবলিনে বুধবার আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন টি-২০ র সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। প্রতিপক্ষের ১৯৬ রান ১৪ বল আগেই পেরিয়ে যায় সফরকারীরা। এর আগে ইংল্যান্ড টি-২০ তে একবারই আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল। ৩ বছর আগে মেলবোর্নে হওয়া সে ম্যাচে জিতেছিল আয়ারল্যান্ড।

You might also like!