Country

2 hours ago

Chhattisgarh Encounter: ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে নিহত এক মাওবাদী, তল্লাশি জারি

Chhattisgarh Encounter
Chhattisgarh Encounter

 

সুকমা, ১৮ সেপ্টেম্বর : ছত্তিশগড়ের সুকমা জেলায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক মাওবাদী। গাদিরাস এবং ফুল বাগদির মধ্যবর্তী বনাঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সুপার কিরণ চৌহান জানিয়েছেন, বৃহস্পতিবার গাদিরাস এবং ফুল বাগদির মধ্যবর্তী বনাঞ্চলে এনকাউন্টারে নিহত হয়েছে এক মাওবাদী। বর্তমানে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, কুখ্যাত এক মহিলা মাওবাদী নিহত হয়েছে। নিহত মাওবাদীর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

You might also like!