West Bengal

2 hours ago

Basirhat News: ওড়িশায় নিখোঁজ বাংলার ব্যবসায়ী, উধাও সাড়ে চার লক্ষ টাকা—অপহরণের আশঙ্কা !

Basirhat businessman accused of kidnapping in Odisha
Basirhat businessman accused of kidnapping in Odisha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ব্যবসার কাজে ওড়িশা গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন বাঙালি ব্যবসায়ী আনারুল ইসলাম। পরিবারের দাবি, তাঁর সঙ্গে সাড়ে চার লক্ষ টাকারও বেশি অর্থ ছিল। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। যদিও ওড়িশা পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও, তারা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ীর গোটা পরিবার। 

পরিবার সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর সকাল সাতটা নাগাদ ওড়িশার কটকের ছত্রবাজারে সবজির ব্যবসার বিষয়ে গিয়েছিলেন আনারুল ইসলাম। ব্যবসায়িক কাজকর্ম সেরে ৯ তারিখ তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তিনি ফেরেননি। পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু ওই ব্যবসায়ীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুশ্চিন্তা ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে।

পরিবারের সদস্যদের অভিযোগ, ওই ব্যবসায়ীকে ওড়িশায় অপহরণ করা হয়েছে। কিন্তু কে বা কারা অপহরণ করল? সেই প্রশ্নও উঠেছে। কোনওরকম সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বাদুড়িয়া থানায় যোগাযোগ করেন। থানা থেকে ওড়িশার কটকে যোগাযোগ করতে বলা হয়। পরিবারের সদস্যরা ওড়িশার কটকে গিয়ে সিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ ব্যবসায়ীর পরিবারের তরফে অভিযোগ, ওড়িশা পুলিশ কোনওরকম সহযোগিতা করছে না। এখনও অবধি আনারুল ইসলাম সম্পর্কে কোনও খোঁজও দিতে পারেনি ওড়িশা পুলিশ!

এই পরিস্থিতিতে ক্রমেই উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীর পরিবারের মধ্যে। তাঁর বৃদ্ধ বাবা-মায়ের দাবি, যে কোনও মূল্যে তাঁদের ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। জানা গেছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।তবে প্রশ্ন উঠছে—ব্যবসার কাজে ভিনরাজ্যে গিয়ে ওই ব্যবসায়ী কি সত্যিই অপহৃত হয়েছেন, নাকি ঘটেছে অন্য কোনও ঘটনা? তদন্তের দিকেই এখন তাকিয়ে আনারুলের পরিবার।

You might also like!