Country

1 hour ago

Navratri 2025 Day 5: নবরাত্রির পঞ্চম দিনে পূজিতা স্কন্দমাতা, দেবীর আরাধনা ভক্তদের

Maa Skandamata;Navratri 2025 Day 5
Maa Skandamata;Navratri 2025 Day 5

 

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর: নবরাত্রির পঞ্চম দিনে শুক্রবার দেশের বিভিন্ন মন্দিরে স্কন্দমাতা রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে দেবী দুর্গার আরাধনা করছেন ভক্তরা। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে এক্স মাধ্যমে জানিয়েছেন, "নবরাত্রিতে আজ দেবীর পঞ্চম রূপ, দেবী স্কন্দমাতার বিশেষ পূজা করা হয়। দেবীর কাছে প্রার্থনা করছি, তিনি তাঁর সমস্ত ভক্তদের সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য দান করুন। তাঁর মমতাময়ী স্নেহ সকলের জীবনে নতুন শক্তি এবং উৎসাহ সঞ্চার করুক।"

You might also like!