Entertainment

2 hours ago

Koel Mallick: রক্তের সম্পর্কের মিথ্যা? কৌশিকের ভাইফোঁটায় কোয়েল উন্মোচন করবেন সত্যি সত্যি দুনিয়া

Koel Mallick
Koel Mallick

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চলতি বছরের পুজোতে চারটি বড় ছবি মুক্তি পেলেও, সেই তালিকায় নেই অভিনেত্রী কোয়েল মল্লিকের কোনও ছবি। তবে উৎসবের আবহেই মুক্তি পেয়েছে তার পরবর্তী সিনেমা ‘স্বার্থপর’-এর মোশন পোস্টার। ভাইফোঁটার এক ঝলক ভাগ করে কোয়েল ভক্তদের উদ্দেশে জিজ্ঞেস করেছেন, “রক্ত মানেই কি সত্যিই আপনার?” এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে সিনেমার কেন্দ্রীয় থিম ও সম্পর্কের জটিলতা।রক্তের না হলেও কখনও কখনও কিছু সম্পর্ক হৃদয়ের কাছের হয়ে ওঠে। একঝলক পোস্টার দেখেই বোঝা যাচ্ছে ভাইবোনের সম্পর্কের সুন্দর বন্ধন তুলে ধরা হয়েছে। অনেকক্ষেত্রেই রক্তের সম্পর্ক ভুলেও দেখা যায় কিছু দূরের সম্পর্কও মানুষের মনে আলাদা জায়গা করে নেয়। পোস্টারে কোয়েলের দাদার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক সেনকে।

এর আগেও ছবির বেশ কয়েকটা পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন ছাড়াও রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চক্রবর্তীও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায়। শোনা গিয়েছে, এই ছবিতে উঠে আসবে দাদা ও বোনের আইনি লড়াইয়ের দৃশ্য। এবং ছবিতে রঞ্জিত মল্লিককেও নাকি দেখা যাবে একজন কনসালটেন্ট হিসেবে।

এর আগেও বাবা-মেয়ে জুটিকে একসঙ্গে পর্দায় দেখেছে দর্শক। অনেকদিন পরে ফের পর্দায় তাঁদের দেখা যাবে বলে খবর। যদিও ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে শীঘ্রই দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে খবর। ছবিটির জন্য দীর্ঘদিন ধরেই নাকি অপেক্ষায় রয়েছেন কোয়েল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘শীঘ্রই ‘স্বার্থপর’ আসছে। যে সিনেমাটি আমার হৃদয়ের অত্যন্ত কাছের।’

You might also like!