Country

2 hours ago

Himachal Pradesh Monsoon Leaves: দুর্যোগের দিন এবারের মতো শেষ, হিমাচলে বিদায় নিচ্ছে বর্ষা

336 people have been injured and 37 are missing during the ongoing monsoon season
336 people have been injured and 37 are missing during the ongoing monsoon season

 

শিমলা, ২৬ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশে দুর্যোগের দিন আপাতত শেষ। ধীরে ধীরে বিদায় নিচ্ছে বর্ষা, ইতিমধ্যেই ১২-টির মধ্যে ৮টি জেলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। বাকি জেলাগুলি থেকেও দু-একদিনের মধ্যে বিদায় নেবে বর্ষা। হিমাচল প্রদেশে এবার বর্ষার মরশুমে ১০২৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৯৫ সালের পর এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে ৪৭টি মেঘভাঙা বৃষ্টি, ৯৮-বার হড়পা বান, ১৪৮-বার বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে, পাশাপাশি মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

You might also like!