নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে জন্মজয়ন্তীতে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জনজীবনে তাঁর দীর্ঘ অবদানের কথা আমরা স্মরণ করি। প্রধানমন্ত্রী না-হলেও মনমোহন সিংয়ের নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গা জুড়ে থেকে যেত। ভারতীয় অর্থনীতির এক বহু আলোচিত, বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল তাঁরই হাত ধরে। এ দেশে উদার আর্থিক নীতির জনক বলে তাঁর নাম খোদাই হয়ে গিয়েছিল ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যেই, যে পর্বে তিনি ছিলেন নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী।
Tributes to former PM Dr. Manmohan Singh Ji on his birth anniversary. We recall his contributions to our nation during his long years in public life.
— Narendra Modi (@narendramodi) September 26, 2025