Entertainment

1 hour ago

Aamir Khan-Gauri:চোখে মুখে বিরক্তি, গৌরী প্রকাশ্যে করলেন সম্পর্ক শেষের ইঙ্গিত

Aamir Khan-Gauri
Aamir Khan-Gauri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্চে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। বেঙ্গালুরু থেকে মুম্বই, সম্পর্কের শুরু ও যাত্রার সব গল্পও খোলাখুলিই শেয়ার করেছিলেন অভিনেতা। বর্তমানে গৌরীর সঙ্গে মুম্বইয়ের নিজের বাড়িতে একসঙ্গে রয়েছেন তিনি। সব ঠিকঠাক চললেও হঠাৎ করেই রাস্তায় কেন উষ্মাপ্রকাশ করলেন গৌরী, তা এখন আগ্রহের কেন্দ্রবিন্দু।

গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁর বয়স এখন ৪৬। এক পুত্রসন্তানের মা। অন্য দিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দু’জনের বয়সের ব্যবধান ১৫ বছর। বিনোদনদুনিয়া থেকে দূরেই ছিলেন গৌরী। আমিরের প্রেমিকা হওয়ার সুবাদে রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন। কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে দেখা করছেন— গৌরীর প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ছবিশিকারিরা।

সম্প্রতি, মুম্বইয়ের রাস্তায় একাই হেঁটে বেড়াচ্ছিলেন আমির-প্রেয়সী। চোখ পড়তেই ছবিশিকারিরা পিছু নেন তাঁর। তাতেই বিরক্ত হয়ে যান গৌরী। তিনি বলেন, ‘‘দয়া করে আমাকে একা ছেড়ে দিন। আমি শুধু হাঁটতে বেরিয়েছি। এমন করবেন না।’’ ‘জগিং’-এর পোশাকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গৌরী। মুখে মৃদু হাসি, কানে হেডফোন— সোজা হেঁটে চলেছেন তিনি। রাস্তার এক বাঁকে এসে তাঁর মুখোমুখি ছবিশিকারির দল। তাঁদের দেখামাত্র বিরক্ত হয়ে যান তিনি। তবে এই প্রথম নয়, আগেও বেশ কয়েক বার তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। তখনও গৌরী তাঁদের বারণ করেন। যদিও তাঁর কথায় আমল দেননি তাঁরা।

You might also like!