নয়াদিল্লি, ২২ আগস্ট : শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। তিনি সকাল ১১টা নাগাদ বিহারের গয়াতে প্রায় ১৩ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। তিনি দু'টি ট্রেনের যাত্রাও সূচনা করবেন এবং জনসমাবেশে ভাষণ দেবেন। এরপর, তিনি গঙ্গা নদীর উপর আন্টা-সিমারিয়া সেতু প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এদিন বিকেল কলকাতায় বিভিন্ন মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও, তিনি কলকাতায় ৫,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। এদিন জনসমাবেশে ভাষণও দেওয়ার কথা রয়েছে তাঁর।