kolkata

2 hours ago

Kolkata Metro: 'ভাবনা ছিল মমতার, প্রচারে মোদি' — মেট্রো উদ্বোধনে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব ফের চর্চায়!

Kunal Ghosh's cannon surrounding the inauguration of the metro
Kunal Ghosh's cannon surrounding the inauguration of the metro

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো রুটের। বিকেল ৪টা ৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী তিনটি পৃথক লাইনের উদ্বোধন করবেন — অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত রুট। তবে ইয়েলো লাইনে আপাতত শুধুমাত্র নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ স্টেশনেই যাত্রী পরিষেবা চালু থাকবে। 

এই প্রকল্পগুলির মূল ভাবনার জন্ম কিন্তু আজ থেকে ১৬ বছর আগে, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাঁর রেল বাজেটেই এই প্রকল্পগুলির প্রথম ঘোষণা ও অর্থ বরাদ্দ হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুক্রবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। পুরনো কিছু ছবি পোস্ট করে লিখলেন, “রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মুহূর্ত। বাংলাকে উজাড় করে নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান দিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রী যা উদ্বোধন করবেন, সেগুলিও মমতাদির ভাবা, অনুমোদন, আর্থিক বরাদ্দ করা। এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের  প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন আসল কাজ মমতাদির করা।” এই ঘটনাকে ঘিরে আবারও রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে, এই প্রকল্পগুলি দেশের উন্নয়নের উদাহরণ। আর তৃণমূলের মতে, মানুষ এখনও মনে রেখেছে এই মেট্রোর পরিকল্পনা প্রথম করেছিলেন  মমতা বন্দ্যোপাধ্যায়, তাই প্রকৃত কৃতিত্বকে পাওয়ার কথা, তা ভুলে যাবে না রাজ্যবাসী। 

You might also like!