নয়াদিল্লি, ২১ আগস্ট : বাদল অধিবেশনের সমাপ্তি হয়ে গেল। বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। গত ২১ জুলাই থেকে শুরু হয় সংসদের বাদল অধিবেশন। এবারের অধিবেশনে শুরু থেকেই বিহারে এসআইআর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয়কক্ষ। বৃহস্পতিবার অন্তিম দিনেও উভয়সভার কাজ বিঘ্নিত হয়, বিরোধীদের হৈ–হট্টগোলের জেরে। দফায় দফায় মুলতুবি হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।