Country

6 hours ago

Delhi CM Rekha Gupta: মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের জন্য দিল্লি সরকার কাজ করবে, রেখা গুপ্তা

Delhi CM flag off Har Ghar Tiranga
Delhi CM flag off Har Ghar Tiranga

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মঙ্গলবার সকালে বিধানসভা থেকে রাজঘাট পর্যন্ত মেয়েদের জন্য তিরঙ্গা সাইক্লোথনের শুভসূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মন্ত্রী আশীষ সুদও। অত্যন্ত উৎসাহের সঙ্গে মেয়েরা এই তিরঙ্গা সাইক্লোথনে অংশ নেয়।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এদিন বলেছেন, "স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমি এই সাইক্লোথনকে দিল্লির মেয়েদের জন্য একটি নতুন যাত্রা ও একটি নতুন অধ্যায় হিসেবে দেখছি। এই স্বাধীনতা দিবসে, আমি দেশের অগ্রগতিতে অবদান রাখতে এগিয়ে আসা এই সমস্ত মেয়েদের আমার শুভেচ্ছা জানাই।" মুখ্যমন্ত্রী বলেছেন, "দিল্লির মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দিল্লি সরকার কাজ করবে। স্বাধীনতা দিবসের আগে, আমি দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য এগিয়ে আসা এই সকল মেয়েদের শুভেচ্ছা জানাই।"

You might also like!