Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

kolkata

4 hours ago

Navanna agitation news:“নবান্ন অভিযানে বিশৃঙ্খলা, আদালতের নির্দেশ অমান্য—লালবাজারে পাঁচটি এফআইআর”

Navanna drive chaos
Navanna drive chaos

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :নবান্ন অভিযানে বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য ও পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগে লালবাজারে মোট পাঁচটি এফআইআর দায়ের হয়েছে। যদিও এখনো কেউ গ্রেফতার হয়নি, তদন্ত অব্যাহত রয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, একটি রাজনৈতিক দলের নেতা এবং সমর্থকদের বিরুদ্ধে যে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে, তার মধ্যে চারটি নিউ মার্কেট থানা এবং একটি হেয়ার স্ট্রিট থানায়।

আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মা-বাবার ডাকে শনিবার নবান্ন অভিযানের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিকে সমর্থন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বহু বিজেপি কর্মীই সেই মিছিলে যোগ দিয়েছিলেন। কিন্তু পুলিশ আগে জানিয়ে দেয়, তারা মিছিলের অনুমতি দেয়নি। এ-ও জানিয়ে দিয়েছিল, কলকাতায় প্রতিবাদ কর্মসূচি যদি করতেই হয়, তা হলে তা রানি রাসমণি অ্যাভিনিউতে করা যেতে পারে। কিন্তু পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মতলা থেকে মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল। ওই মিছিলে নির্যাতিতার মা-বাবা এবং শুভেন্দুও ছিলেন। কিন্তু পার্ক স্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনাও ঘটে।


লালবাজার জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ অমান্য করে রানি রাসমণি অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল। তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়াও পুলিশের এক কনস্টেবলকে নির্মম ভাবে মারধর করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সেই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি এফআইআর হয়েছে। এফআইআর হয়েছে হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার ঘটনাতেও।

নিউ মার্কেট থানায় একটি এফআইআর দায়ের হয়েছে এক সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট করা এবং তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগে। আর একটি এফআইআর হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের রাখির স্টলে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায়।



You might also like!