Country

2 hours ago

Joint Entrance Result: সুপ্রিমের স্থগিতাদেশ, রাজ্যে আজই কি জয়েন্টের ফলপ্রকাশ?

Joint Entrance Result
Joint Entrance Result

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতায় আটকে থাকা রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের পথে অবশেষে মিলল স্বস্তি। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। ফলে, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়েন্ট পরীক্ষার ফলপ্রকাশে আর কোনও আইনি বাধা থাকল না। প্রসঙ্গত, চার মাস আগে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ৭ আগস্ট ফলপ্রকাশের কথা ছিল। তবে ওবিসি সংরক্ষণ ঘিরে তৈরি হওয়া আইনি জটের কারণে তা সম্ভব হয়নি। 

কলকাতা হাই কোর্টে এক জনস্বার্থ মামলায় বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ রাজ্যে ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। সেই সঙ্গে জানানো হয়, ওই সময়ের পরে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন, তারা জয়েন্টের কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। আদালত রাজ্য  সরকারকে নির্দেশ দেয়, ২০১০ সালের আগের ৬৬টি স্বীকৃত ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন করে প্যানেল তৈরি করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।  এই নির্দেশে রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। প্রধান  বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবকাশকালীন বেঞ্চে বিষয়টি ওঠে এবং আজ সেই মামলার শুনানিতে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। সোমবার ফের এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তবে আপাতত রাজ্যের পড়ুয়াদের জন্য বড় স্বস্তি নিয়ে এল এই নির্দেশ। আশা করা যাচ্ছে, দ্রুত ফলপ্রকাশ ও  কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিতে পারবে রাজ্য সরকার।  

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে আজই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। একইসঙ্গে প্রকাশিত হতে পারে মেধাতালিকাও।

You might also like!