নয়াদিল্লি, ২২ আগস্ট : প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি লর্ড স্বরাজ পল৷ জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে ৯৪ বছর বয়সে এই প্রবাসী ভারতীয় শিল্পপতির জীবনাবসান হয়েছে ৷ দিন কয়েক আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অনেকে৷ শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুক্রবার তিনি শোকবার্তায় জানিয়েছেন, লর্ড স্বরাজ পলের প্রয়াত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত৷ যুক্তরাজ্যে শিল্প থেকে শুরু করে সমাজসেবা-সহ নানা ব্যাপারে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। ভারতের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ ৷ তাঁর সঙ্গে কাটানো সময় আমার স্মৃতিতে থেকে যাবে৷ তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।
Deeply saddened by the passing of Shri Swaraj Paul Ji. His contributions to industry, philanthropy and public service in the UK, and his unwavering support for closer ties with India will always be remembered. I fondly recall our many interactions. Condolences to his family and… pic.twitter.com/6G7D4gDDD1
— Narendra Modi (@narendramodi) August 22, 2025