দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :বলিউডে ছেলের আত্মপ্রকাশের দিন স্বমহিমায় উপস্থিত ছিলেন শাহরুখ খান। তবে সেদিন তারকার আভা ছাপিয়ে যেন ফুটে উঠেছিল বাবার স্নেহমাখা রূপ। মঞ্চে দাঁড়িয়ে ছেলের ভবিষ্যতের জন্য সবার আশীর্বাদও প্রার্থনা করেন তিনি। যদিও আবেগঘন এই মুহূর্তে কিং খানের স্টাইলও কম নজর কাড়েনি। বিশেষত তাঁর পোশাক থেকে শুরু করে হাতঘড়ি—সবই হয়ে উঠেছিল অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দু। জানেন কি, সেদিন কিং খানের হাতে থাকা সেই ঘড়ির দাম কত?
বুধবার সন্ধেয় ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচার ঝলক উন্মোচনের অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল সস্ত্রীক বাদশা শাহরুখ খান ও আরিয়ানকে। সেই অনুষ্ঠানে কালো পোশাকে ধরা দিয়েছিলেন তিনজনই। শাহরুখের পরনে ছিল কালো প্যান্ট ও ব্লেজার। হাতে ছিল আর্ম স্লিং। হাতে ছিল ঘড়ি। যা সকলের নজর কেড়েছিল। জানা গিয়েছে, কিং খানের ওই ঘড়ি প্ল্য়াটিনামে মোড়ানো। যার বেল্টটি কুমিরের চামড়া দিয়ে তৈরি। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
উল্লেখ্য, ‘ব্যাডস অফ বলিউড’-এর হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠান বর্তমানে মায়ানগরীতে ‘টক অফ দ্য টাউন’! শাহরুখপুত্র জানান, ‘ব্যাডস অফ বলিউড’-কে মুক্তির আলো দেখাতে বিগত চার বছর ধরে খেটে যাচ্ছেন তিনি। অবশেষে শত আলোচনার পর সিরিজের ঝলক এসেছে। আপাতত মুক্তির অপেক্ষায়। পরে মা-বাবা গৌরী-শাহরুখকে নিয়ে একফ্রেমেও ধরা দেন আরিয়ান খান। সিরিজের আগাম ঝলকেই সাড়া ফেলে দিয়েছেন তিনি।