Country

3 hours ago

PM to visit Bihar: শুক্রবার গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বেলা ১১টা নাগাদ বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিহারে গঙ্গার ওপর ১.৮৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতুর পাশাপাশি ৩১ নম্বর জাতীয় সড়কে ৮.১৫ কিলোমিটার দীর্ঘ ঔনটা-সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে খরচ হয়েছে ১,৮৭০ কোটি টাকা। এর ফলে, পাটনার মোকামা এবং বেগুসরাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। এই সেতু তৈরির ফলে উত্তর বিহারের আর্থিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

প্রধানমন্ত্রী ৩১ নম্বর জাতীয় সড়কে বক্তিয়ারপুর থেকে মোকামা পর্যন্ত চারলেনের রাস্তার উদ্বোধন করবেন। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১,৯০০ কোটি টাকা। ৬,৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রেরও (৬৬০x১ মেগাওয়াট) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী গয়া ও দিল্লির মধ্যে যাতায়াতকারী অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।

পিএমএওয়াই (গ্রামীণ) প্রকল্পের আওতায় ১২ হাজার সুবিধাপ্রাপক এবং পিএমএওয়াই (শহরাঞ্চল) প্রকল্পে ৪,২৬০ জন সুবিধাপ্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। কয়েকজন সুবিধাপ্রাপকের হাতে তিনি ঘরের চাবিও তুলে দেবেন।

You might also like!