দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর কিছু ঘণ্টার মধ্যেই রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, ২২ আগস্ট, তাঁর সূচিতে রয়েছে কলকাতায় মেট্রো রেলের উদ্বোধন এবং দমদমে এক জনসভা। এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এর মাঝেই বিজেপির দাপুটে নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আজ সকালে দেখা গেল দমদম বিমানবন্দরে। তবে এদিন বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “আমি বেঙ্গালুরু যাচ্ছি। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। একটা মিটিং পেন্ডিং ছিল। ওরা চিঠি দিয়ে দেখা করতে বলেছে। কাল ফিরব।”
উল্লেখ্য, মোদির সফরের আগে থেকেই জল্পনা চলছিল—এই সফরে কি আমন্ত্রণ পাবেন দিলীপ ঘোষ? কারণ, রাজ্যের রাজনীতিতে তাঁর প্রভাব কম নয়। কিন্তু শেষমেশ, তাঁকে আমন্ত্রণ না জানানোয় এবং একই দিনে তাঁর বেঙ্গালুরু উড়ে যাওয়া রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। সমস্ত জল্পনা উড়িয়ে বৃহস্পতিবার নিজেই বিষয়টা খোলসা করেছেন দিলীপ। তিনি বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।” তবে দলের নির্দেশ মেনে যে কাজ চালিয়ে যাবেন এদিন ফের তা স্পষ্ট করে দেন দিলীপ। এছাড়াও এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিমানী দিলীপ বললেন, “মোদি কী বলছেন তা শুনতে সভায় থাকার তো দরকার নেই। মোবাইলেও শোনা যাবে।” পাশাপাশি দল ঠিক সময়ে তাঁকে কাজে লাগাবে বলেও মন্তব্য করলেন দিলীপ।
তবে এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবারও তাঁর মত করেই দেখতে পাওয়া যাবে। দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছেন।' তবে এর থেকে বেশি খুলে কিছু তিনি বলেননি। বস্তুত, মাসখানেক আগে দুর্গাপুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। গত ১৮ জুলাই ওই সভার দিন সকালেই দিল্লি উড়ে গিয়েছিলেন দিলীপ। আজ ফের রাজ্যে আসছেন মোদী। আবার মোদীর সভার কয়েক ঘণ্টা আগে এবারও ভিনরাজ্যে পাড়ি দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন জনসভায় রাজ্যের অন্যান্য বিজেপি নেতারা থাকলেও দিলীপ ঘোষের অনুপস্থিতি নিঃসন্দেহে উল্লেখযোগ্য হয়ে উঠেছে।