Country

3 hours ago

Shubhanshu Shukla's Press Conference: মহাকাশ থেকে আজও ভারতকে বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে ভালো দেখায়,শুভাংশু শুক্লা

Shubhanshu Shukla
Shubhanshu Shukla

 

নয়াদিল্লি, ২১ আগস্ট : মহাকাশ থেকে আজও ভারতকে বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে ভালো দেখায়। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, দেশের প্রথম মহাকাশচারী শুভাংশু শুক্লা। তিনি বলেছেন, "আজও মহাকাশ থেকে ভারতকে বিশ্বের অন্যান্য অংশের চেয়ে সুন্দর দেখায়। জয় হিন্দ, জয় ভারত।"

অ্যাক্সিওম-৪ মিশন সম্পর্কে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেন, "এই মিশনটি অত্যন্ত সফল হয়েছে। আমরা আমাদের সমস্ত প্রযুক্তিগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। এই ধরনের মিশন বাস্তবায়নের ফলে প্রচুর জ্ঞান পাওয়া যায়, যা পরিমাপ বা নথিভুক্ত করা যায় না।" গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেন, "একটি মানব মহাকাশ অভিযান পরিচালনার সুবিধা প্রশিক্ষণের চেয়েও বেশি। সেখানে উপস্থিত থাকার মাধ্যমে আমরা যে পরিপূরক জ্ঞান অর্জন করি তা অমূল্য। গত এক বছরে আমি যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি, তা আমাদের নিজস্ব অভিযান, গগনযান এবং ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের জন্য অত্যন্ত কার্যকর হবে। খুব শীঘ্রই আমরা আমাদের ক্যাপসুল, আমাদের রকেট এবং আমাদের মাটি থেকে কাউকে পাঠাবো। মাটিতে আপনি যা শিখবেন তার থেকে অভিজ্ঞতা অনেক আলাদা। শরীর অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। মহাকাশে ২০ দিন কাটানোর পর শরীর ভুলে যায় কিভাবে মাধ্যাকর্ষণ শক্তিতে বাঁচতে হয়।"


You might also like!