উত্তরকাশী, ১১ আগস্ট : বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সোমবার সপ্তম দিনে পড়ল উদ্ধার অভিযান। উত্তরকাশী জেলার হর্ষিল-ধারালী এলাকায় ভয়াবহ দুর্যোগে নিখোঁজদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় অবরুদ্ধ রাস্তাগুলি খুলে দিতে, মানুষকে উদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গত ৫ আগস্ট থেকে সেনাবাহিনী, রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থাগুলি ত্রাণ ও উদ্ধার অভিযানে ক্রমাগত নিয়োজিত রয়েছে। নিখোঁজদের সন্ধানে ভূমি-ভেদকারী রাডার ব্যবহার করা হচ্ছে, যা মাটির নিচে চাপা পড়া মানব অথবা ধাতব বস্তু শনাক্ত করে। উদ্ধার অভিযানের দিকে সর্বদা নজর রাখছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
এদিকে, উত্তরকাশী জেলার ধারালী এবং হর্ষিলে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর যন্ত্রপাতি এবং ত্রাণ সামগ্রী সহজে চলাচলের সুবিধার্থে উত্তরকাশী থেকে হর্ষিলের মধ্যে সংযোগকারী সেতুটি পুনর্নির্মাণ করা হয়েছে।