Country

1 hour ago

Shardiya Navratri 2025: নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্দিরে পূজার্চনা ভক্তদের

PM Modi extended warm wishes of Shardiya Navratri
PM Modi extended warm wishes of Shardiya Navratri

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : শারদীয়া নবরাত্রির সূচনায় সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় লিখেছেন, "সবাইকে নবরাত্রির শুভেচ্ছা। সাহস, ধৈর্য ও দৃঢ় সংকল্পে পরিপূর্ণ এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি এবং বিশ্বাস নিয়ে আসুক। জয় মাতা দি!"

প্রধানমন্ত্রী আরও জানান, "নবরাত্রিতে আজ দেবী শৈলপুত্রীর বিশেষ পুজোর দিন। আমি কামনা করি, মায়ের ভালোবাসা এবং আশীর্বাদে সকলের জীবন সৌভাগ্য এবং স্বাস্থ্যে ভরে উঠুক।" শারদীয়া নবরাত্রির প্রথম দিনে দেশজুড়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজার্চনা করেছেন ভক্তরা। অমৃতসর থেকে দিল্লি, কলকাতা থেকে জম্মু, দেশের সর্বত্রই শারদীয়া নবরাত্রির প্রথম দিনে মন্দিরে মন্দিরে চলে পূজার্চনা। যথোচিত ধর্মীয় মর্যাদায় দেবীদুর্গার পূজার্চনা করা হয়। ফুল দিয়ে অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয় মাতা বৈষ্ণো দেবী মন্দির।

You might also like!