নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দেশজুড়ে রবিবার আয়োজিত হল নমো যুবা দৌড়। এদিন সকালে জয়পুরে নমো যুবা দৌড়ের সূচনা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নিজের জন্মদিন সেবা পক্ষকালের মাধ্যমে উদযাপন করতে চান। তাই, আমরা রাজস্থানে এটি আয়োজন করেছি এবং এর অধীনে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি, যাতে রাজ্যের প্রতিটি নাগরিক রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পান।"
লখনউতে নমো যুবা দৌড়ের আয়োজন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মধ্যপ্রদেশের ভোপালে নমো যুবা দৌড়ের শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মুখ্যমন্ত্রী বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুরু হওয়া সেবা পক্ষকালে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তরুণদের জন্য একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে, যা ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত চলবে। আসক্তিমুক্তি, শারীরিক স্বাস্থ্য বজায় রাখা এবং দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে ভারত একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হচ্ছে।"
বিজেপি সাংসদ জগদম্বিকা পাল মুম্বইতে 'স্বামী বিবেকানন্দ রান ২০২৫'-এর সূচনা করেন। গুজরাটের মন্ত্রী রুশিকেশ প্যাটেল আহমেদাবাদে 'নমো যুবা রান'-এর উদ্বোধনের পর তাতে অংশগ্রহণ করেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি কুরুক্ষেত্রে 'নমো যুব রান'-এর যাত্রার সূচনা করেন। আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অভিনেতা মিলিন্দ সোমন ওরলির কোস্টাল রোড প্রোমেনেডে 'নমো যুব রান'-এর সূচনা করেন।