লখনউ, ২১ সেপ্টেম্বর : লখনউতে নমো যুবা দৌড়ের সূচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার সকালে সবুজ পতাকা নেড়ে নমো যুবা দৌড়ের সূচনা করেন মুখ্যমন্ত্রী যোগী। এই দৌড়ে যোগদানের জন্য সকলের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। মুখ্যমন্ত্রী যোগী জোর দিয়ে বলেছেন, নারী সুস্থ থাকলে যুবসমাজও স্বাস্থ্যবান থাকবে। নমো যুবা দৌড়ের সূচনা করার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, "স্বাস্থ নারী, সশক্ত পরিবার অভিযান-এর নেপথ্যে প্রধানমন্ত্রী মোদীর স্পষ্ট ধারণা হল, নারী সুস্থ থাকলে যুবসমাজও সুস্থ থাকবে। মা সুস্থ থাকলে শিশুও সুস্থ থাকবে। মা সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে এবং পরিবার ক্ষমতায়িত হবে।"