Country

1 hour ago

GST reforms: নবরাত্রিতে নতুন সূর্যোদয়, দেশে কার্যকর নতুন জিএসটি কাঠামো

New GST Rates
New GST Rates

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : নবরাত্রিতে নতুন সূর্যোদয় ভারতে। সোমবার থেকে দেশ জুড়ে চালু হল পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। জিএসটি কাঠামো সংস্কারের মাধ্যমে দেশের পণ্য ও পরিষেবা কর দু’টি স্তরে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। এর আগে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হত। এখন থেকে কর নেওয়া হবে শুধু দু’টি হারে— ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের স্তর দু’টি তুলে দেওয়ার ফলে সোমবার থেকে অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে গেল।

জিএসটি সংস্কারের ফলে খুশির আবহ নানা মহলে। জিএসটি সংস্কারের ফলে ভারত সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে বড় ধরনের কর হ্রাস করায় সাধারণ মানুষের উপর থেকে অনেকটাই বোঝা কমল। উল্লেখ্য, কর কাঠামো সরলীকরণ এবং নাগরিকদের উপর থেকে আর্থিক বোঝা কমানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর স্বাধীনতা দিবসের ভাষণে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের কথা ঘোষণা করেন। সেই মতো নতুন জিএসটি কাঠামো ঘোষণা করা হয়। নতুন করের হার সোমবার থেকেই কার্যকর হয়েছে।

You might also like!