Country

2 hours ago

Mahalaya 2025: সুখ ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

PM Modi greet people on Mahalaya
PM Modi greet people on Mahalaya

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : দেশবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ অটল শক্তি, স্থায়ী সুখ ও সুস্বাস্থ্য বয়ে আনুক, এটাই প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা! দুর্গাপূজার পবিত্র দিনগুলি যতই এগিয়ে আসছে, আমাদের জীবন আলো এবং উদ্দেশ্যে ভরে উঠছে। মা দুর্গার ঐশ্বরিক আশীর্বাদ অটল শক্তি, স্থায়ী আনন্দ এবং চমৎকার স্বাস্থ্য বয়ে আনুক।" পিতৃপক্ষের অবসানে সূচনা হয়ে গেল দেবীপক্ষের। প্রচলিত প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই আঁকা হয় মায়ের চোখ। অর্থাৎ চক্ষুদান করা হয় মাতৃপ্রতিমার। সেই চক্ষুদানের মাধ্যমেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোমর বেঁধে নেমে পড়েছেন শিল্পীরা।

You might also like!