Breaking News
 
Raj Chakroborty : বিচ্ছেদ নিয়ে খোলাখুলি রাজ, বললেন ‘ভাবতেই পারিনি’ Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল!

 

West Bengal

7 hours ago

Durgapur News: ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে ছিন্নভিন্ন শ্রমিকের মাথা, আশঙ্কাজনক আরও দুই, উত্তেজনা

crane  accident in Durgapur
crane accident in Durgapur

 

পশ্চিম বর্ধমান, ১১ আগস্ট : কাঁকসার কারখানায় রবিবার রাতে এক ভয়ংকর কাণ্ডের পর সোমবার প্রবল উত্তেজনা দেখা দেয়। ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিকের মাথা। আশঙ্কাজনক আরও দুই শ্রমিক।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দেয় দুর্গাপুরের কাঁকসা এলাকায়। গোটা ঘটনায় কারখানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মৃত শ্রমিকের পরিবার। ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানায় চিকিৎসক নেই, অ্যাম্বুলেন্স নেই। রাতে দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষেরও দেখা মেলেনি। ঠিকা শ্রমিকের পরিচয়পত্র নেই। কোনও নিরাপত্তা নেই। আমরা সেই জন্যই বিক্ষোভে নেমেছি। আর্থিক সাহায্যের দাবিতে সরব কারখানার অন্যান্য শ্রমিকরা।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সায়ন যাদব (২৫)। দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার বাসিন্দা তিনি। রবিবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকের সঙ্গেই কাজ করছিলেন সায়ন। তখনই কারখানার ভিতর ক্রেন থেকে ম্যাগনেট পড়ে যায়। সেটি গিয়ে পড়ে সায়নের মাথায়। ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিকের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আরও দুই শ্রমিক গুরুতর জখম হন। রাতেই খবর পেয়ে পুলিশ সায়নের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আশঙ্কাজনক এক শ্রমিককে বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং অন্যজনকে শোভাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য রাজেশ কোণার সোমবার বলেন, “খবর পেয়ে আমরা কারখানায় এসেছি। জানতে পেরেছি এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আরও দুজনের অবস্থা সংকটজনক। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি রেখেছি। তৃণমূল শ্রমিক সংগঠন প্রতিমুহূর্তে শ্রমিকদের স্বার্থে কাজ করছে, করে যাবে।”

You might also like!