West Bengal

2 hours ago

Panshkura road accident:হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকল ট্রাক, পাঁশকুড়ায় প্রাণ গেল ৩ জনের

Panshkura road accident
Panshkura road accident

 

পাঁশকুড়া, ১০ আগস্ট : পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল খড়্গপুরগামী একটি ট্রাক। শনিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত ৩, আহত ৪। দুর্ঘটনার পরেই পলাতক ট্রাকের চালক এবং খালাসিঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ

শনিবার রাত ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা বাজারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খড়্গপুরের অভিমুখে যাওয়া একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দোকানে ধাক্কা মারে। সেই লরির ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই পাঁশকুড়াকোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়

শনিবার রাতে কোলাঘাট থেকে মেছোগ্রাম অভিমুখে যাচ্ছিল এক ১৬ চাকার লরি। হঠাপাঁশকুড়া থানার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিদ্ধা বাজার এলাকায় একের পর এক দোকানে গিয়ে ধাক্কা মারে লরিটি। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশকেস্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি পানের দোকান, একটি স্টেশনারি দোকান, একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে। লরিটির চালক ও খালাসিকে উদ্ধার করা হয়দু’জনেই মত্ত অবস্থায় ছিল। পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতরা বর্তমানে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন

You might also like!