পাটনা, ১০ আগস্ট : বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার নামে রয়েছে দু'টি ভোটার কার্ড। এমনটাই দাবি করলেন বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেছেন, "বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দু'টি এপিক নম্বর আছে। তাও দু'টি ভিন্ন বিধানসভা কেন্দ্রে। একটিতে বয়স ৫৭ বছর এবং অন্যটিতে বয়স ৬০ বছর। এটি নির্বাচন কমিশনের এপ্লিকেশনে অনলাইনে রয়েছে। নতুন ভোটার তালিকা, যা সমস্ত দলের জেলা সভাপতিকে দেওয়া হয়েছে। এটি নতুন তালিকায়ও রয়েছে।"
নির্বাচন কমিশনের সমালোচনা করে তেজস্বী যাদব বলেছেন, "তাহলে এখন, কে এতে জালিয়াতি করছে? জনগণের জানা উচিত। কেবল দু'টি বিষয় হতে পারে: হয় নির্বাচন কমিশনের এসআইআর-এর পুরো প্রক্রিয়াটি জালিয়াতি, অথবা বিহারের উপ-মুখ্যমন্ত্রী একজন জালিয়াতি। এই দু'টি বিষয়ই হতে পারে।"
তেজস্বী যাদব প্রশ্ন তুলেছেন, "এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশন অথবা পাটনা জেলা প্রশাসন এবং লখিসরাই জেলা প্রশাসন কি উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহাকে নোটিশ পাঠাবে? বিজয় সিনহার বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে? বিজেপি গণতন্ত্র এবং সংবিধান ধ্বংস করছে। আমরা অনেকবার বলেছি এসআইআর একটি বড় জালিয়াতি। মামলাটি আদালতেও রয়েছে এবং আমরা কী ধরণের জালিয়াতি চলছে তার পূর্ণ প্রমাণ-সহ আদালতে আমাদের মামলা উপস্থাপন করব। এখন, এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে যে এসআইআর-এর পরেও, বিহারের উপ-মুখ্যমন্ত্রীর নাম দু'টি জায়গায় ভোটার তালিকায় রয়েছে। এমনকি সংশোধনের পরেও এবং এমনকি পুঙ্খানুপুঙ্খ সংশোধনের পরেও। কত বড় জালিয়াতি চলছে তার এর চেয়ে বড় প্রমাণ আর নেই।"