শিমলা, ৬ আগস্ট : এবারের বর্ষার বৃষ্টিতে মুখ থুবড়ে পড়েছে হিমাচল প্রদেশের পর্যটন। ধর্মশালা, ম্যাকলিওডগঞ্জে ভারী বৃষ্টিপাতের ফলে পর্যটন ব্যবসা রীতিমতো বিপর্যস্ত। হিমাচলের অনেক জেলায় বহু রাস্তা বন্ধ রয়েছে। শুধুমাত্র মান্ডিতেই ১৪৮টি রাস্তা বন্ধ। হিমাচলে হড়পা বান ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে মোট ক্ষতির পরিমাণ ১,৭৫৩.৬৩ কোটি টাকা ছুঁয়েছে।
বুধবার সকালেই মুষলধারে বৃষ্টিপাত হয়েছে শিমলায়। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে মান্ডি ও কুল্লুর মধ্যে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক বন্ধ রয়েছে। মান্ডি ও কুল্লুর মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক কিরাতপুর-মানালি জাতীয় মহাসড়ক (৩ নম্বর জাতীয় সড়ক) বর্তমানে ভূমিধস ও ক্রমাগত পাথর গড়িয়ে আসার কারণে একাধিক স্থানে বন্ধ রয়েছে। একই রকম পরিস্থিতির কারণে কাটাউলা-কামান্ড হয়ে বিকল্প সড়কটিও চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। কুল্লু ও মানালির পর্যটন শিল্প সাম্প্রতিক বছরগুলির মধ্যে সবচেয়ে খারাপ মন্দার মুখোমুখি হয়েছে। পর্যটকদের দেখা মিলছে না পাহাড়ি এই রাজ্যে।