West Bengal

3 hours ago

Rakshabandhan 2025: সীমান্তে বিএসএফ জওয়ানদের রাখি বাঁধলেন পড়ুয়ারা

Rakshabandhan With BSF Jawans
Rakshabandhan With BSF Jawans

 

শিলিগুড়ি, ৮ আগস্ট : সারা দেশে উৎসাহের সঙ্গে প্রস্তুতি চলছে রাখি বন্ধন উৎসবের । বোনেরা তাদের ভাইদের রাখি পরাতে এবং ভাইরাও তাদের বোনদের বিশেষ উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দেশের সীমান্ত রক্ষার জন্য দিনরাত প্রস্তুত থাকা জওয়ানরা রাখিতে বাড়ি ফিরতে পারছেন না। তাই তাদের হাত যাতে খালি না থাকে , সেইজন্য বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুলের পড়ুয়ারা ফুলবাড়ি বর্ডার আউট পোস্টে (বিওপি) নিযুক্ত জওয়ান এবং অফিসারদের রাখি বাঁধলেন।

বিএসএফ সিনিয়র সেকেন্ডারি আবাসিক স্কুলের অধ্যক্ষ ভাবনা মিশ্রের নেতৃত্বে, শিক্ষক এবং মেয়েরা ফুলবাড়ি বর্ডার আউট পোস্টে পৌঁছেছিলেন। সেখানে নিযুক্ত ৬০ থেকে ৭০ জন জওয়ান এবং অফিসারের হাতে রাখি বাঁধা হয় এবং তাদের মিষ্টি খাওয়ানো হয়। এই আবেগঘন মুহূর্তে ভাবনা মিশ্র বলেন, আমাদের নিরাপত্তা এবং দেশের সম্মানের জন্য, সীমান্তে নিযুক্ত জওয়ানরা হোলি-দীপাবলি এবং রক্ষাবন্ধনের মতো উৎসবে বাড়ি ফিরতে পারছেন না। তাদের সম্মান জানাতে এবং তাদের রক্ষা কবচ বেঁধে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর ফলে আমাদের সাহসী সন্তানরা অনুভব করে যে পুরো দেশ তাদের সঙ্গে আছে। বিএসএফ স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশ্বস্ত করেছে যে দেশের প্রতিরক্ষা এবং সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

You might also like!