পশ্চিম বর্ধমান, ৮ আগস্ট : বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের। ক্ষোভে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের সঙ্গে বচসা, ফাটল কাঁদানে গ্যাস। দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার কাঁকসায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার সিলামপুর কাটাবাগান এলাকায়। মৃত যুবকের নাম কৃষ্ণ বাউরি। বয়স ২৫ বছর। এদিন সকালে সাইকেল চড়ে বাজার যাচ্ছিলেন কৃষ্ণ। হঠাৎই পিছন দিক থেকে আসা এক বালিবোঝাই লরি ধাক্কা মারে তাঁকে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন যুবক। মালবোঝাই গাড়ির পিছনের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রক্তাক্ত দেহ মাটিতে ফেলে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় বালির ট্রাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভরত জনতার রোষে পড়ে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। তাতে জনতা পিছু হটলেও, উত্তেজনা রয়ে যায় এলাকাজুড়ে।