দেহরাদূন, ৬ আগস্ট : মেঘভাঙা বৃষ্টির কারণে মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালী গ্রামে আচমকা নেমে আসে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের অনেক অংশ। শুধু উত্তরকাশী নয়, প্রাকৃতিক দুর্যোগের কবলে উত্তরাখণ্ডের আরও কয়েকটি জেলা। উত্তরাখণ্ডের পাঁচটি জেলা - দেহরাদূন, নৈনিতাল, চম্পাবত, উধম সিং নগর এবং বাগেশ্বরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার পরিপ্রেক্ষিতে, ৯টি জেলায় বুধবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রয়েছে। এই ৯টি জেলা হল - দেহরাদূন, নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, চম্পাবত, পৌরি, আলমোড়া এবং বাগেশ্বর।
তেহরি গাড়োয়ালে ভারী বৃষ্টিপাতের কারণে প্লাসদা (নরেন্দ্রনগর)-র কাছে প্লাসদা চৌকির সামনে একটি গাড়ি ধ্বংসস্তূপে আটকে যায়। মেঘভাঙা বৃষ্টির কারণে ভাটওয়াড়ির উত্তরকাশী-হরসিল রাস্তা সম্পূর্ণরূপে ভেসে গেছে। সারা রাত ধরে হারসিলের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। ধারালি, যেখানে গতকাল মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছিল, তা এখান থেকে ৫০ কিলোমিটার দূরে। উত্তরকাশী-হরসিল সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে জেসিবি-র সাহায্যে অবরুদ্ধ রাস্তাগুলি পরিষ্কার করা হচ্ছে।