Game

3 hours ago

Federer birthday special:শুক্রবার রজার ফেদেরারের জন্মদিন

Federer birthday special
Federer birthday special

 

বাজেল, ৭ আগস্ট : রজার ফেদেরার ১৯৮১ সালে ৮ আগস্ট সুইজারল্যান্ডের বাজেলে জন্মগ্রহণ করেন। এই সুইস পেশাদারী টেনিস খেলোয়াড় ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। পিট সাম্প্রাস সহ অনেক টেনিস কিংবদন্তি, টেনিস সমালোচক, তাঁর সমসাময়িক খেলোয়াড়দের অনেকেই মনে করেন তিনি সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। রজার ফেদেরার ২ ফেব্রুয়ারি, ২০০৪ থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল এর সঙ্গে ডাবলস ম্যাচ খেলে ২০২২ সালে টেনিস থেকে বিদায় নেন তিনি।

২০০৪ সালে ফেদেরার ম্যাট্‌স উইলান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ২০০৬ ও ২০০৭ সালে তিনি এই সাফল্যের পুনরাবৃত্তি করেন। তিনি এ পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্ল্যাম, ৪টি টেনিস মাস্টার্স কাপ, ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) ও ইউ এস ওপেন (২০০৪-২০০৮) শিরোপা জিতেছেন। ফেদেরার ষষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কৃতিত্ব দেখান।

২০০৯ সালের উইম্বলডন ছিল তাঁর কেরিয়ারের ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়। এর জয়ের মাধ্যমে ওপেন যুগে পুরুষ এককে প্রাক্তন নাম্বার ওয়ান পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড তিনি ভেঙ্গে ফেলেন। বছরের পর বছর তাঁর অবিস্মরণীয় এইসব অর্জনের কারণে তাঁকে "ফেড এক্সপ্রেস" বা "সুইস জাদুকর" হিসেবেও ডাকা হয়। তিনি চারবার ২০০৫-২০০৮ "লরিয়াস বর্ষসেরা খেলোয়াড়" নির্বাচিত হন। এছাড়া আটবার (২০০৩-২০১০) এটিপি ওয়ার্ল্ড ট্যুর 'ফ্যান ফেভারিট' নির্বাচিত হন।

You might also like!