দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মণ্ডপে মণ্ডপে জোরকদমে বাঁশ বাঁধার কাজ চলছে, অলিগলিতে ইতিমধ্যেই জ্বলে উঠেছে আলোর রোশনাই। পুজোর আবহ মানেই চমকের দুনিয়া। আর সেই চমকের ঝাঁপিতেই এ বছর যোগ হলো অ্যাপলের এক নতুন সারপ্রাইজ!এ বছর পুজোয় প্রযুক্তিপ্রেমী থেকে সাধারণ মানুষ, সবার চোখ এখন অ্যাপলের দিকেই। গুঞ্জন শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরেই আসতে পারে নতুন আইফোন, আর সেই তারিখটাও সম্ভবত ৯ তারিখ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কিন্তু তার মধ্যেই গোপন খবর ফাঁস হল একেবারে অপ্রত্যাশিত ভাবে!
গল্পটা শুরু হয়েছে হোয়াট্সঅ্যাপ নয়, এক্স (আগেকার টুইটার)-এ। 'অ্যাপ্ল লিকার' নামে একটি সমাজমাধ্যমের পাতায় পাতার মালিক একটি পোস্ট শেয়ার করেছেন, যা দেখে অনেকেই চমকে উঠেছেন। অ্যাপ্ল টিভিতে নাকি কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল একটি পোস্টার, যেখানে লেখা ছিল আইফোন ১৭ সিরিজের লঞ্চ ইভেন্টের কথা। একটি উজ্জ্বল অ্যাপ্ল লোগো, যার পটভূমি বেগুনি রঙের, ঠিক যেন ম্যাকবুক এয়ারের সেই পরিচিত ওয়ালপেপার। আর সেই পোস্টারেই নাকি ঝলমল করছিল বহু প্রতীক্ষিত তারিখ— ৯ সেপ্টেম্বর, ২০২৫। চোখের পলকে অ্যাপ্ল সেই পোস্টার সরিয়েও ফেলে। কিন্তু ততক্ষণে যা হওয়ার, তা হয়ে গিয়েছে!
এ বার প্রশ্ন হল, এই দুর্ঘটনা কি অ্যাপ্লের তরফে ইচ্ছাকৃত নাকি স্রেফ ভুল? সে যা-ই হোক, এই একটি ঘটনাই যেন নিশ্চিত করে দিয়েছে তারিখ। অর্থাৎ পুজোর মুখেই এই বহু আকাঙ্ক্ষিত ফোনটি পকেটে ভরার সুযোগ তবে আসতে চলেছে!এ বছর শুধু নতুন আইফোন ১৭ সিরিজই নয়, তার সঙ্গে আসতে পারে ‘নেক্সট জেন’ অ্যাপ্ল ওয়াচ এবং এয়ারপডসও। শোনা যাচ্ছে, নতুন আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স— এই চারটি মডেলেই নাকি থাকবে একেবারে নতুন এ১৯ সিরিজ চিপ, যা পারফরম্যান্সের মান আরও এক ধাপ এগিয়ে দেবে। এ ছাড়াও, আইওএস ২৬ আপডেটের সঙ্গে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক আরও নতুন অনেক ফিচার।
এখন শুধুই আর কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই জানা যাবে আইফোন ১৭ সিরিজ তার ভক্তদের জন্য কী নতুন চমক নিয়ে আসছে!