আগরতলা, ২৮ আগস্ট : সবুজ পৃথিবীকে আগামীর প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই ত্রিপুরা সরকারে অর্থনীতি ও পরিকল্পনা (স্ট্যাটিস্টিক্স) দফতরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার রামনগর এলাকার মোল্লাপাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল বন মহোৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতর মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে বার্তা দেন—“গাছই জীবন। এই জীবনকে টিকিয়ে রাখতে প্রতিটি মানুষকে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসতে হবে শিশু- কিশোরদের ছোটবেলা থেকেই সবুজের প্রতি ভালোবাসা গড়ে তোলা দরকার।”
এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগ পরিবেশ রক্ষার বাস্তব বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে।
স্থানীয়দের দাবি, বিশ্বজুড়ে যখন বনভূমি কমে আসছে, জলবায়ু পরিবর্তনের হুমকি প্রতিদিন ঘনিয়ে আসছে, তখন ত্রিপুরা সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা। বন মহোৎসবের মাধ্যমে শুধু চারাগাছই রোপণ হয়নি, রোপিত হয়েছে এক নতুন আশার বীজ—যেখানে আগামী দিনের প্রজন্ম প্রকৃতির সাথে সহাবস্থানে বাঁচতে শিখবে। এই কর্মসূচি সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিল—“গাছ রক্ষা মানেই জীবন রক্ষা।”