kolkata

6 hours ago

Suvendu Adhikari: উদয়নকে না ছাড়ার বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২ সেপ্টেম্বর: “এবার তাদের ব্যাখ্যা দিতে হবে কেন উদয়ন গুহ-র নাম বাদ দেওয়া হয়েছে। লড়াই জারি আছে...”। মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “গত ৫ আগস্ট, ২০২৫-এ উদয়ন গুহর নির্দেশে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় তার গুণ্ডারা আমার গাড়ির ওপর হামলা চালায়। ঘটনাটি রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশ ঢাকা দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিল। পুলিশ কর্তৃক একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে কৌশলে উদয়ন গুহ-এর নাম বাদ দেওয়া হয়।

আমি অপরাধীদের এত সহজে পার পেতে দেব না। আমার দায়ের করা একটি রিট পিটিশনের ভিত্তিতে গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে দীর্ঘ শুনানির পর, তিনি উত্তরবঙ্গের আইজিকে প্রশ্ন করেন যে আমার অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর নথিভুক্ত করা হয়নি এবং কেন পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ এবং আমার করা অভিযোগকে একই বলে অভিহিত করছে।”

You might also like!