Game

1 hour ago

Hockey Asia Cup 2025: শুক্রবার থেকে এশিয়া কাপ হকি রাজগীরে শুরু হচ্ছে

Hockey Asia Cup 2025
Hockey Asia Cup 2025

 

রাজগীর, ২৮ আগস্ট : শুক্রবার থেকে হিরো এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে বিহারের রাজগীরে। পাকিস্তান এবং ওমান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে বাংলাদেশ এবং কাজাখস্তান। বিশ্বে ৩৮তম স্থানে থাকা চাইনিজ তাইপেই, ২০১৩ সালে অভিষেকের পর দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে খেলবে। চাইনিজ তাইপেইকে পুল বি তে কোরিয়া, বাংলাদেশ এবং মালয়েশিয়ার সঙ্গে ড্র করা হয়েছে। তারা শুক্রবার কোরিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে, তারপরে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে এবং ১ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে। ২০১৩ সালের এশিয়া কাপের সময়, চাইনিজ তাইপেই তাদের সমস্ত পুল ম্যাচ হেরে গ্রুপে শেষ স্থানে ছিল। বিশ্বে ২৯তম স্থানে থাকা বাংলাদেশ, প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে নিয়মিত দলগুলির মধ্যে একটি, যারা ১৯৮২ সালে শুরু হওয়ার পর থেকে এশিয়া কাপের প্রতিটি সংস্করণে অংশ নিয়েছে।

You might also like!