Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Offbeat and viral

3 months ago

Wild animal viral video: জঙ্গলে ব্ল্যাক মাম্বা বনাম ইগল, আচমকাই হাজির সিংহী! তিন প্রাণীর লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল

Epic Battle Between Lions, Black Mamba and Eagle
Epic Battle Between Lions, Black Mamba and Eagle

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জঙ্গলের অন্ধকারে, হঠাৎ শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই — একদিকে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা, অন্যদিকে আকাশের রাজা ইগল। হিংস্রতা ও বুদ্ধির লড়াই চলছিল দু’জনের মধ্যে। কিন্তু এই লড়াই হঠাৎই অন্য মোড় নেয়, যখন সেখানে আবির্ভাব ঘটে এক সিংহীর! সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়েছে সেই চমকে দেওয়া দৃশ্যের ভিডিও, যা এখন ভাইরাল। 

ভিডিয়োর শুরুতে দেখা যায়,জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে একটি ইগল এবং একটি ব্ল্যাক মাম্বার মধ্যে। কিছু ক্ষণ লড়াইয়ের পর ইগলকে বাগে আনে সাপটি। লেজ দিয়ে পেঁচিয়ে ধরে তার গলা। এর পর শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে নিঃশব্দে। কিন্তু তখনই সেখানে পৌঁছোয় দুই সিংহী। তাদের মধ্যে এক সিংহী এগিয়ে যায় সাপ এবং  ইগলটির দিকে। কিছু ক্ষণ ল়ড়াই দেখার পর সে নিজেও সেই লড়াইয়ে যোগ দেয়। থাবা মারে সাপটির গায়ে। সাপটিও তেড়ে যায় সিংহীর দিকে। সিংহী সরে যায়। একই জিনিস বার বার হতে থাকলে হাল ছেড়ে দেয় ব্ল্যাক মাম্বা। ইগলকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় সে। অন্য দিকে, মরণপ্যাঁচ থেকে ছাড়া পেয়ে কোনও রকমে উঠে  দাঁড়ায় ইগল। সিংহী তাকে শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালায় ইগলটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।  

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ‘সন্দীপ নীল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে, সঙ্গে হাজার হাজার লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন,  ‘‘জঙ্গল সত্যিই অদ্ভুত! এখানে বেঁচে থাকার লড়াইও আলাদা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়ো প্রমাণ করে যে ভাগ্য আছে। না হলে ইগলের বাঁচার কথা নয়।’’ অপর একজন লিখেছেন, "এটা যেন জঙ্গলের বাস্তব থ্রিলার!"

You might also like!