দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সামনেই অ্যাপেলের নয়া ইভেন্ট। আগামী ৯ই সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে বছরের অন্যতম প্রতীক্ষিত অ্যাপেলের লঞ্চ ইভেন্ট। এবারের লঞ্চ ইভেন্ট বিশেষ চমক হিসেবে থাকছে আইফোন ১৭ সিরিজ। ই সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল। আগামী ৯ই সেপ্টেম্বর কুপার্টিনোর Steve Jobs Theatre- এ অ্যাপেলের লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে চলেছে। ভারতে ১৯শে সেপ্টেম্বর থেকে আইফোন ১৭- র বিক্রি শুরু হবে। প্রি-অর্ডার করা যাবে ১২ই সেপ্টেম্বর থেকে।
∆ নতুন ফিচার ও ডিজাইন:
এই সিরিজে অ্যাপেল যে কয়েকটি বড় আপগ্রেড নিয়ে আসছে, সেগুলির মধ্যে রয়েছে:
• এ১৯ বায়োনিক চিপ – আগের তুলনায় আরও দ্রুত এবং স্মার্ট পারফরম্যান্সের জন্য;
• iOS 26 – সর্বশেষ অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকবে উন্নত AI ফিচার;
• নতুন ডিজাইন – আইফোন ১৭ এয়ার হতে চলেছে অ্যাপেলের সবচেয়ে পাতলা এবং হালকা ফোন;
• 8K ভিডিও রেকর্ডিং – প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকবে উন্নত ক্যামেরা এবং উন্নত পেরিস্কোপ টেলিফটো লেন্স, যার মাধ্যমে আরও ভালো জুম ও লো-লাইট ফটোগ্রাফি সম্ভব হবে।
∆ আইফোন ১৭ এয়ার: আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হল আইফোন ১৭ এয়ার। এটি স্লিম ডিজাইন এবং হাল্কা ওজনের কারণে বিশেষভাবে নজর কাড়বে। আইফোন ১৭-এর তুলনায় এই মডেল আকারে একটু বড় হলেও ডিজাইনের দিক থেকে অনেকটাই মিনিমাল এবং প্রিমিয়াম। যারা স্লিম এবং স্টাইলিশ ফোন পছন্দ করেন, তাদের জন্য এটি হতে চলেছে একটি আদর্শ পছন্দ।
∆ আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স: আইফোন ১৭ সিরিজের এই দুই মডেলের ক্ষেত্রে আগের তুলনায় পেরিস্কোপ টেলিফটো লেন্সে অনেক উন্নত ও আধুনিক ফিচার দেখা যাবে। আরও বেশি অপটিকাল জুমের সাপোর্ট থাকবে। কম আলোয় ভাল ছবি তোলার জন্য আরও বেশি ফিচার থাকবে। ঝকঝকে 8K ভিডিও রেকর্ডিং করার সুবিধাও থাকবে এই দুই আইফোনের ক্যামেরায়। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে, আইফোন ১৭ সিরিজের বেস মডেলেও এমন ফিচারের আপগ্রেড থাকবে যা প্রিমিয়াম সেগমেন্টের জন্য উপযুক্ত।
∆ ভারতে সম্ভাব্য দাম: অ্যাপেল কর্তৃপক্ষ এখনও নিশ্চিত ভাবে অফিসিয়ালি দাম ঘোষণা করেনি, তবে সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্য দাম হতে পারে:
• আইফোন ১৭: ₹৭৯,৯০০ (প্রায়);
• আইফোন ১৭ প্রো: ₹১,২৯,৯০০ (প্রায়);
• আইফোন ১৭ এয়ার: আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স-এর মধ্যবর্তী রেঞ্জে;
• আইফোন ১৭ প্রো ম্যাক্স: সিরিজের সবচেয়ে দামী মডেল।
বলা বাহুল্য, প্রযুক্তিপ্রেমীদের জন্য আসন্ন সেপ্টেম্বর মাস হতে চলেছে বেশ চমকের। নতুন আইফোন ১৭ সিরিজে অ্যাপেল যে একাধিক নতুন ফিচার এবং ডিজাইন এনেছে, তাতে এই সিরিজ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এখন দেখার বিষয়, ব্যবহারকারীদের হাতে পৌঁছে কেমন সাড়া ফেলে নতুন এই সিরিজ।