কলকাতা, ৭ ফেব্রুয়ারি: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে তাপমাত্রা। শীতের আমেজ একেবারেই উধাও, বুধবার শহর হোক অথবা জেলা কোথাও শীতের পরশ অনুভূত হয়নি। বলাইবাহুল্য, পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি। তা হলে তার আগেই কি রাজ্য থেকে পাকাপাকি ভাবে উধাও হতে চলেছে শীত? ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্য প্রবেশ করতে চলেছে বসন্ত? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আপাতত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা।