Game

2 hours ago

International Karate Competitions: ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৮ দেশের কারাতে প্রতিযোগিতা

International Karate Competitions
International Karate Competitions

 

ঢাকা, ১৫ সেপ্টেম্বর: এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় ঢাকাতে শুরু হচ্ছে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা এবং দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে সেমিনার ও ড্যান গ্র্যাডিং ২০২৫। এতে অংশগ্রহণ করবেন আটটি দেশের প্রতিযোগীরা। রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান।

নুরুজ্জামান বলেন, ‘আমাদের আমন্ত্রণে দেশের ৭৫টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে ১১৫০ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন এবং ৭০ জনের অধিক ড্যান গ্রেডিংয়ের জন্য অংশগ্রহণের আবেদনপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার সংগঠন এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।’ আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এই কারাতে প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হবে।

You might also like!