kolkata

1 year ago

Primary Tate :৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধরনায় বসল প্রাইমারি টেট ২০২২ চাকরি প্রার্থীরা

Primary Tate 2022 job aspirants sat on dharna till February 4
Primary Tate 2022 job aspirants sat on dharna till February 4

 

বিধাননগর, ১ ফেব্রুয়ারি : আদালতের নির্দেশে সল্টলেকে করুণাময়ী বাস ষ্ট্যান্ড লাগোয়া ভিডিওকন মাঠের সামনে বৃহস্পতিবার থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধরনায় বসল প্রাইমারি টেট ২০২২ চাকরি প্রার্থীরা।

ইতি মধ্যেই আপার প্রাইমারি বা ২০১৭ বঞ্চিত চাকরি প্রার্থীরা বেশ কয়েক মাস আগে থেকেই কলকাতায় শহীদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধরনা মঞ্চে বসেছেন। কিন্তু ২০২২ সালের টেট পাস চাকরি প্রার্থীরা এতদিন শুধু মাত্র হাজরা মোড় অভিযান বা মধ্য কলকাতায় মিছিলের মধ্যেই তাদের প্রতিবাদ করে আসছিলেন। তারা গত মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করেন, এবার তারাও স্থায়ী ধরনা মঞ্চ করে সেখানে চাকরির দাবিতে অবস্থান করবেন।

সল্টলেকে বিকাশ ভবনের কাছাকাছি কোনও একটি জায়গায় তাদের ধরনা মঞ্চ করতে দেওয়া হোক, এই আবেদনে পুলিশের কাছে তারা লিখিত আকারে অনুমতি চাইলে সেই অনুমতি খারিজ করে দেয় পুলিশ। ফলে তারা আদালতের দ্বারস্থ হন। আদালত ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাদের এই জায়গায় ধরনায় বসার অনুমতি দেয়। বৃহস্পতিবার বেলা ১ টা থেকে ৪ ফেব্রুয়ারি বেলা ১ টা পর্যন্ত তাদের এখানে বসার জন্য আদালতের অনুমতি আছে।

আজ করুণাময়ী বাস টার্মিনাস থেকে মিছিল করে আন্দোলনকারীরা ধরনা মঞ্চে আসেন। আগামীকাল থেকে মাধ্যমিক শুরু। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কাল থেকে পরীক্ষা চলাকালীন তাদের কর্মসূচিতে কোনও মাইক ব্যবহার করবেন না বলেই আশ্বাস দিয়েছেন।

তাদের দাবি, শীর্ষ আদালতে নিয়োগের জট কেটে গেছে। রাজ্য সরকারও জানিয়েছে, ৫০ হাজার শূন্য পদ আছে। তাও কেন তারা ইন্টারভিউ বা নিয়োগ পত্র হাতে পাচ্ছেন না, তার প্রতিবাদে বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই ধরনা।


You might also like!