কলকাতা, ২৬ সেপ্টেম্বর : বৃষ্টি পিছু ছাড়ছেই না, আগামী বেশ কিছু দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নিম্নচাপের প্রভাবে দুর্গাপুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে সপ্তমী পর্যন্ত। বৃহস্পতিবার রাতে একাধিক জেলায় হালকা বৃষ্টি হলেও, শুক্রবার সকালে রোদের দেখা মিলেছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছু দিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হবে কলকাতাতেও। ২৮ ও ২৯ সেপ্টেম্বর বৃষ্টি কিছুটা কম থাকবে।