কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: ফের তাপমাত্রার পতনের সাক্ষী হল মহানগরী তিলোত্তমা, সোমবার পারদ নেমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পারদ-পতনে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সেখানেও শুকনো থাকবে। যাইহোক, সোমবার তাপমাত্রা কিছুটা কমতেই গ্রাম বাংলায় হালকা শীত শীত ভাব অনুভূত হয়েছে।