দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জমি কেলেঙ্কারিতে গ্রেফতার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন। ইন্ডিয়া জোটের প্রথম নেতার গ্রেফতারি নিয়ে নদিয়ার শান্তিপুরে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে এদিন তিনি বলেন, তাঁকে জেলে পুরলে, তিনি জেল ফুঁটো করে বেরিয়ে আসবেন।
লোকসভা ভোটের আগে হেমন্তের গ্রেফতারিকে বিজেপির নির্বাচন জয়ের কৌশল বলেই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে বিরোধীদের উপর এই আক্রমণ করছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রকে সমালোচনার পাশাপাশি নদিয়া থেকে জোট প্রশ্নে মমতার বার্তা, সিপিএমে সঙ্গ ত্যাগ না করলে, কংগ্রেসের সঙ্গে আসন রফার কোন প্রশ্নই নেই। বাংলায় তৃণমূল একাই লড়বে।