লেহ, ২৭ সেপ্টেম্বর : লেহ-তে হিংসাত্মক ঘটনার পর দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও চাপা উত্তেজনা রয়েছে। জারি রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। জমায়েত আপাতত নিষিদ্ধ রয়েছে। মোতায়েন রয়েছে সুরক্ষা বাহিনী, চলছে টহল ও নজরদারি। লেহ-র রাস্তাঘাট, বাজার একেবারেই শুনশান রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর হিংসা ছড়িয়ে পড়ে লেহ-তে। সেই হিংসায় একাধিক মৃত্যুও হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ১৬৩ ধারা কার্যকর রয়েছে। পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনও মিটিং, মিছিল, সমাবেশ করা যাবে না।