Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

kolkata

1 year ago

Mamata Banerjee:ফের মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীকে আশ্বাস মমতার

Mamata assures the people of Ghatal with the master plan again
Mamata assures the people of Ghatal with the master plan again

 

পশ্চিম মেদিনীপুর : এবার দেব জিতলে মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীর দীর্ঘ অপেক্ষার শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ অভিনেতা দেব৷ এবারও তিনি ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী৷

 পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী৷ সেই সভার মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি দেন তিনি৷ জানান, দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন৷ এ দিন মমতা যেখানে সভা করেন, সেই এলাকা ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে৷ ফলে তিনি যখন মাস্টার প্ল্যান নিয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন দেব৷

বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে উঠছে৷ প্রতিটি ভোটেই এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রতিটি রাজনৈতিক দলই দেয়৷ তৃণমূলও গত দু’বার দিয়েছে৷ সেটাই আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ একই সঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়ে দায় চাপিয়েছেন কেন্দ্রের উপরই৷

ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুরের বড় অংশে তার প্রভাব পড়বে৷ সেই কারণেই জুন মালিয়ার প্রসঙ্গও পিংলার সভা থেকে তোলেন৷ দেবের সঙ্গে জুনের হয়েও ভোট চেয়ে নেন৷ পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা আসনেও তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবার দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রামে জিতলে, আমি মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান৷’’

You might also like!