kolkata

1 year ago

C V Ananda Bose:‘আঁধারের পরেই আলো হয়’, শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যপাল বললেন

Governor On Sheikh Shahjahan Arrest
Governor On Sheikh Shahjahan Arrest

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র গ্রেপ্তারিতে সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই গ্রেপ্তারি থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত বলেই জানান তিনি।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আমি আগেই বলেছিলাম অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো থাকবেই। এটাই গণতন্ত্র। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরবে বাংলায়।”

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই, সোমবার স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই তৃণমূলের তরফে থেকে দাবি করা হয়, আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার হবে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত। শাহজাহানকে দ্রুত গ্রেফতার করতে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। সেই ডেটলাইন মিলে গেছে। বুধবার গভীর রাতেই সন্দেশখালি থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার খুব ভাল লাগছে। সবকিছু ভালই হল। বাংলায় এবার ভাল জিনিসই হবে।”

শাহজাহানের গ্রেফতারি ইস্যু নিয়ে চাপানউতোর চলছে বিগত কয়েকদিন ধরেই। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আদালতের স্থগিতাদেশের কারণেই গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে। কিন্তু সোমবার এই তত্ত্ব কার্যত খারিজ করে দেয় আদালত। জানানো হয়, তাঁর গ্রেফতারিতে কোনওদিন স্থগিতাদেশ ছিল না। পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে শাহজাহানকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই প্রেক্ষিতেই রাজ্যকে চিঠি দেন। তিনি জানান, কালপ্রিটকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে।

সরকারকে দেওয়া চিঠিতে রাজ্যপাল বোস লিখেছিলেন, প্রশাসন যদি শাহজাহানকে এবারও ধরতে ব্যর্থ হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে। এছাড়া সন্দেশখালি থেকে নতুন করে যে অভিযোগ আসছে তার তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কেও জানতে চেয়েছিলেন রাজ্যপাল। তদন্তের রিপোর্ট রাজভবনে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। 


You might also like!